মাধবী লতা আমি
আমি কানন বালা
তোমার গানের সুর আমি
আমি গলার মালা
দীঘির জলের রোদ আমি
আমি সাঝের বেলা
মাধবী লতা আমি
আমি কানন বালা
তোমার গানের সুর আমি
আমি গোলার মালা
নীল আকাশের সুর্য আমি
আমি জোছনার আলো
তোমার সাধের প্রদীপ আমি
তাই আমায় বাসো ভালো
মাধবী লতা আমি
আমি কানন বালা
নদীর মাঝে ঢেউ আমি
আমি মাতাল হাওয়া
এক পলকে দেখা দিয়ে
মন করেছি উতালা
মাধবী লতা আমি
আমি কানন বালা
তোমার গানের সুর আমি
আমি গোলার মালা♪
Song Name – Madhobi Lata
Album – Madhobi Lata
Singer – Kanika
Lyrics – Fariya Islam Bristy
Tune & Music Composition – Rakib Musabbir
Director – Rakib Musabbir
Studio – Rm Music Factory & Surtal
Genre – Modern
Label – Laser Vision